শনিবার, ৩১ মার্চ, ২০১৮

চেনা মুখগুলো আজ অচেনা হয়ে যাচ্ছে

চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে...লাল থেকে নীল...নীল থেকে সবুজ..হলুদ..কমলা..আকাশী..বেগুনী...ধূষর!

হাজারো রঙে বদলে যাচ্ছে তারা!

পাল্টে যাওয়া মানুষ একজন নয়,,দলে দলে সবাই পাল্টাচ্ছে!

সাদা...কালো থেকে রঙিন হচ্ছে!

আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে....কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে

তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি!

মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!