শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

বৃষ্টি বষণমুখর রাত্রি


বৃষ্টি বিধৌত পথের দুপাশে পানি
জমেছে
আশে পাশের ডোবা লাল ওটই টুম্বর
হয়েছে
নিজ্ন পথ জন মানবের নেই চিত্রমাত্র
সারাদিন বৃষ্টির পড়ে নেমে এলো
রাত্র
জানালা থেকে এবার পড়ার
টেবিলে এলাম
দু-একটা বই নেড়ে চেয়ে এদিক-ওদিক
নিলাম
থেকে থেকে দমকা হাওয়া ঘরে
ঢুকছে
গুরু গুরু শব্দে আমার বুকটা কাঁপছে
উন্নানা মন আমার অধীর আকুলতায়
মেঘের রথে চড়ে কোথায় ভেসে যায়
ঝলছে উঠছে বিজলী অন্ধকার ভেত
করে
ব্যাঙের অবিশ্রান্ত ডাকে থাকতে
পারিনা ঘরে
সেই রাতে পাই এক বিস্ময়কর অনুভূতি
বড় পাতিলে রেখেছিলাম
জেনেসিনের বাতি
মেঘের মাদল তখনো বেজে চলছে
কত গান কত যে সুর আজ মনে পড়ছে

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

তার মানে এই নয়


আমি বৃষ্টি ভালোবাসি
তার মনে এই নয় আমাকে ভিজতে হবে
আমি সাগর ভালোবাসি
তার মানে এই নয় আমাকে নামতে হবে
আমি ফুল ভালোবাসি
তার মানে আমাকে কাটার আঘাত
পেতে হবে
আমি পাহার ভালোবাসি
তার মানে এই নয় আমাকে উঠতে হবে
আমি স্বপ্ন ভালোবাসি
তার মানে এই নয় আমাকে ঘুমাতে হবে
আমি চাঁদ ভালোবাসি
তার মানে এই নয় আমাকে ছুতে হবে
আমি শিশির ভালোবাসি
তার মানে এই নয় পা ভেজাতে হবে
আমি তোমাকে ভালোবাসি
তাই বলে এই নয় একসাথে চলতে হবে
২৯/৮/০১৫