বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

আনচানতাইইতো প্রাণ


আনচান তাইতো প্রাণ
================
যেতে পারি না বাহিরে বন্ধ দুয়ার
খুলে
যেতে পারিনা ধানেরক্ষেতে
সবুজের ঢেউ তুলে
গাইতে পারিনা গান
উড়তে পারিনা খোলা হাওয়া মাঝে
ঘুড়তে পারিনা সকাল সন্ধা সাঝে
আনচান তাইতো প্রাণ
দেখতে পারিনা কেমনে ফুলের কলি
ফুটে
দেখতে পারিনা সকালে -সূর্য
কেমনে উঠে
বান্ধী ঘরে তাই
শুনতে পারিনা পাখি গায় কেমনে
গান
বুঝতে পারিনা কোন ডাকে জুড়াবে
মোর প্রাণ
কাগজে লিখে যাই

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

আমারই হৃদয়ে মোহাম্মদ আয়নাল হক


নিতান্তই কিছু সহজ কথা তবুও বলতে পারিনি
যদি ভুল বুঝ কখনো,
তোমার চোখ আছে -দেখনা কান আছে -শুননা।
হৃদয় আছে-অনুভব করনা আমি বললেই যে
সহজ কথায় মেনে নেব এই গ্যারান্টি কে দেবে
তুমি হৃদয়হীন নও তুমি বিবেকহীন নওতবে কেন
কিছু বুঝতে পারনা নাকি বুঝেও _আমার নিরবে বলা কথা গুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো
আমারই হৃদয়ে