বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

তুমি আসবে বলেই

   


তুমি আসবে বলে ভেঙ্গে গেল
সাজানো বাগান
তুমি আসবে বলে জনসমুদ্রে উঠেছিল
ব্যাপক স্লোগান।
তুমি আসবে বলে কালবৈশাখী ঝড়
উঠেছিল মনে।
তুমি আসবে বলে আগুন লেগেছিল
বনে বনে
কবে আসবে তুমি?
তুমি আসবে বলে চোঁখের জলে
হয়েছে সাগর।
তুমি আসবে বলে আঘাতে হয়েছি
পাথর।
তুমি আসবে বলে মুখের হাসি
গিয়েছে চলে।
তুমি আসবে বলে আমি মুক্তা
সাগরের তলে।
কখন আসবে তুমি ?
তুমি আসবে বলে আমি এখনো আছি
বসে।
তুমি আসবে বলে তারা যায়নি এখনো
খসে
তুমি আসবে বলে জোৎস্না আকাশের
পানে
তুমি আসবে বলে শুনি কোকিলের
গানে
জানি আসবেই তুমি!
সেদিনের অপেক্ষায় আজও
আছি পথ চেয়ে আছি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন