বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বর্ষণ মুখর রাত

বৃষ্টি বিধৌত পথের দুপাশে পানি জমে আছে আশে পাশের ডোবা নালাও টুইটুম্বর। নির্জন পথ জনমানবের নেই চিহ্নমাত্র সারাদিন বৃষ্টির পড়ে নেমে এলো রাত জানালা থেকে পড়ার টেবিলে এলাম দু"একটা বই নেড়েচেড়ে দেখলাম। থেকে থেকে দমকা হাওয়া ঘরে ঢুকছে গুড়ু গুড়ু শব্দে আমার বুকটা কাঁপছে উন্মনা মন আমার অধীর আকুলতায় মেঘের রথে চড়ে কোথায় যেনো ভেসে যাই ঝলছে উঠছে বিজলী অন্ধকার ভেদ করে ব্যাঙের অবিশ্রান্ত ডাকে থাকতে পারিনা ঘরে সেই রাতে পাই এক বিস্ময়কর অনুভূতি বড় পাতিলে রেখেছিলাম কেরোসিনের পিদিম বাতি। মেঘের মাদল তখনো বেজে উঠে কতো গান কতো সেই সুর আজ শুধু মনে পড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন