রবিবার, ২৮ মে, ২০১৭

সাগরদিঘী নাম করনে ইতিহান

ঘাটাইল গারোবাজার এর  প্রতিনিতি।
ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি.মি.
পূর্বে সাগরদীঘি নামক একটি স্থান রয়েছে।
এখানে ১২.৮০ একর জমির উপর একটি বিখ্যাত
দীঘি আছে। দীঘিটি খনন করেন স্থানীয় পাল
বংশীয় সাগর রাজা। অবস্থান
////
বাংলাদেশের টাংগাইল জেলার ঘাটাইল
উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্বে
সাগরদীঘি নামক স্থানে অবস্থিত।

ইতিহাস
//
দীঘিটি খনন করেন স্থানীয় পাল বংশীয় সাগর
রাজা। এই দিঘির পশ্চিমপাড়ে শান বাঁধানো
ঘাটলার ধ্বংসাবশেষ এখনও লক্ষ করা যায় যা
সাগর রাজার বাসস্থান বলে ধারণা করা হয়।
এখানকার পূর্ব নাম ছিলো লোহানী। সাগরদীঘি
থেকে সামান্য দক্ষিণে এর চেয়েও প্রকান্ড এক
দীঘি আছে যার আয়তন হবে ২৫ একর জার নাম
বইন্যদীঘি । সাগর রাজার পুত্র বনরাজ পাল এটি
খনন করেছিলেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন